• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওষুধ উৎপাদন বন্ধ করল গ্লাক্সোস্মিথক্লাইন-ফার্মা


বিশেষ প্রতিনিধি জুলাই ২৭, ২০১৮, ০৭:০৫ পিএম
ওষুধ উৎপাদন বন্ধ করল গ্লাক্সোস্মিথক্লাইন-ফার্মা

ঢাকা: প্রতিযোগিতামূলক বাজারে সময় উপযোগী পণ্যের অভাবে বন্ধ হয়ে গেল বহুজাতিক ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লাক্সোস্মিথক্লাইন-ফার্মা। 

শুক্রবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হয়।

প্রতিষ্ঠানটি জানায়, এদেশে অনেকদিন ধরে ব্যবসা করলেও তাদের উৎপাদিত পণ্য অনেক পুরোনো এবং কম দামি। বর্তমান চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদনের সক্ষমতার অভাব রয়েছে তাদের। এতে লোকসানের মুখে পড়তে হচ্ছে। এ অবস্থায় উৎপাদন ও বিপণন বন্ধ করা ছাড়া আর কোন উপায় নাই। 

তবে ফার্মাসিউটিক্যাল ইউনিট বন্ধ হলেও প্রতিষ্ঠানটির কনজিউমার হেলথকেয়ারের কার্যক্রম অব্যাহত থাকবে। 

বন্ধ হওয়ার কারণে অনিশ্চয়তার মুখে পড়া সহস্রাধিক বন্ধ হওয়া ইউনিটের কর্মীদের পাওনা যথাযথভাবে পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

সোনালীনিউজ/জেডআরসি/জেএ

Wordbridge School
Link copied!