• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ওয়ানডে বিশ্বকাপের ক্ষণ গননা


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৮, ২০১৯, ০৮:৩২ পিএম
ওয়ানডে বিশ্বকাপের ক্ষণ গননা

ছবি: সংগৃহীত

ঢাকা: দীর্ঘ চার বছরের অপেক্ষা কমতে কমতে ১০০ দিনে এসে পৌঁছেছে। আগামী ৩০ মে ইংল্যান্ড এন্ড ওয়েলসে বসতে যাচ্ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসর। সেই লক্ষ্য সামনে রেখে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে ১০০ দিনের ক্ষণ গননা।

আসন্ন বিশ্বকাপে ১০টি দল অংশ নিবে। স্বাগতিক ইংল্যান্ড ছাড়াও থাকছে- বাংলাদেশ, ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান।

আইসিসি ওয়ানডে র‌্যাংকিং-এ শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পায়। তবে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান বাছাই পর্ব খেলে মূল পর্বে জায়গা করে নেয়। এই দশ দলকে নিয়ে লিগ পর্ব অনুষ্ঠিত হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের সেরা চার দল খেলবে সেমিফাইনাল। সেমি শেষে হবে ফাইনাল।

১১টি ভেন্যুতে এবারের আসরে মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ম্যাচটি হবে লন্ডনের ওভালে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!