• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওয়ানডেতে ১৭ বছরের যশম্বীর ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৬, ২০১৯, ০৫:২৯ পিএম
ওয়ানডেতে ১৭ বছরের যশম্বীর ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড

ঢাকা: লিস্ট এ ফরম্যাটে বিশ্বরেকর্ড গড়লেন মুম্বাইয়ের কিশোর যশস্বী জায়সবাল। ১৭ বছর ২৯২ দিনে সবচেয়ে কমবয়সি হিসেবে ৫০ ওভারের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করলেন তিনি। শুধু ঘরোয়া ওয়ানডে ম্যাচই নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও এত কম বয়সে কেউ ডাবল সেঞ্চুরি করেননি। যশস্বীর আগে ২০ বছর ২৭৩ দিনে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে ৫০ ওভারের ফরম্যাটে ডাবল সেঞ্চুরি করেছিলেন অ্যালান বরো। এটি হয়েছিল ১৯৭৫ সালে। অ্যালানের থেকে যশস্বী অবশ্য তিন বছরের ছোট।

বুধবার আলুরে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ১৫৪ বলে ২০৩ রান করলেন যশস্বী। গড়লেন সর্বকনিষ্ঠ হিসাবে লিস্ট এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করার রেকর্ডও। সপ্তাহখানেক আগে গোয়ার বিরুদ্ধে কেরলের হয়ে ২১২ রানে অপরাজিত ছিলেন স্যামসন। সেটাই এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রান। গত মৌসুমে সিকিমের বিরুদ্ধে উত্তরাখণ্ডের কর্ণ বীর কৌশলের করা ২০২ রানকে টপকে এই রেকর্ড গড়েছিলেন স্যামসন। ১৭ বছর বয়সি যশস্বী অবশ্য একটুর জন্য টপকাতে পারলেন না সঞ্জুকে। বেঙ্গালুরুর আলুরে তাঁর দাপটেই এদিন মুম্বাই তিন উইকেটে ৩৫৮ রান তুলল।

লিস্ট এ ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মোট নয়টি ডাবল সেঞ্চুরি রয়েছে। এর মধ্যে ওয়ানডে ক্রিকেটে রয়েছে পাঁচটি। রোহিত শর্মার ব্যাটেই এসেছে তিনটি। শচীন টেন্ডুলকার এবং বীরেন্দ্র শেবাগেরও ৫০ ওভারের ক্রিকেটে রয়েছে ডাবল সেঞ্চুরি। এ দিন ঝাড়খণ্ডের বিরুদ্ধে যশস্বীর ১৫৪ বলের ইনিংসে ছিল ১৭টি চার ও ১২টি ছয়। অর্থাত্ বাউন্ডারি থেকেই এসেছে ১৪০ রান। চলতি টুর্নামেন্টে এটা তাঁর তিন নম্বর সেঞ্চুরি। গোয়ার বিরুদ্ধে ১১৩ করেছিলেন তিনি। কেরালার বিরুদ্ধে করেছিলেন ১২২ রান। গত বছর ঢাকায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথম নজর কাড়েন যশস্বী। শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে ৮৫ করেছিলেন তিনি। সেই টুর্নামেন্টে সব মিলিয়ে ৩১৮ এসেছিল তাঁর ব্যাট থেকে। এই বছরের জুলাই-অগস্টে বাংলাদেশের বিরুদ্ধে সাত ইনিংসে ২৯৪ করেছিলেন যশস্বী। মোট রানে ছিলেন চার নম্বরে। ফাইনালেও ৫০ এসেছিল তাঁর ব্যাট থেকে।

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!