• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ার্নার-স্মিথ ছাড়াই অস্ট্রেলিয়া বিশ্বমানের: কোহলি


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২০, ২০১৮, ০৬:২০ পিএম
ওয়ার্নার-স্মিথ ছাড়াই অস্ট্রেলিয়া বিশ্বমানের: কোহলি

ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি বলেছেন টি-টোয়েন্টি সিরিজে অপ্রত্যাশিত কিছু করার ক্ষমতা অস্ট্রেলিয়ার রয়েছে এবং তার দল ‘এসব ছোট বিষয়গুলোকে’ পরিহার করে ভাল কিছু করতে মনোনিবেশ করবে।

আগামী জানুয়ারির শেষ ভাগ পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে চার টেস্ট ও তিন ওয়ানডে সিরিজের আগে আগামীকাল ব্রিজবেনে প্রথম ম্যাচ দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারতীয় দল।

সংক্ষিপ্ত ভার্সনে সাম্প্রতিক সময়ে বেশ ভাল করছে টিম ইন্ডিয়া। পক্ষান্তরে গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কেলেঙ্কারীর কারণে দলের গুরুত্বপূর্ণ দুই ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার নিষিদ্ধ হওয়ার পর থেকেই দুর্বল হয়েছে অস্ট্রেলিয়া।

ওয়ানডে ক্রিকেটে দ্রুত দশ হাজার রান পূর্ণ করার ক্ষেত্রে গত মাসে শচিন টেন্ডুলকারের রেকর্ড ভেঙ্গে ফেলা কোহলি বলেন, ‘অবশ্যই আমাদের একটি শক্তিশালী দল রয়েছে।’
‘আমরা যখন মাঠে নামি তখন আমাদের ১১ জনই তাদের উৎকর্ষ দেখাতে প্রস্তুত থাকে, তারা তাদের সেরাটা দিতে চায়।’

স্মিথ, ওয়ার্নার ছাড়াও স্বাগতিবক অস্ট্রেলিয়াকে এখনো বড় হুমকি মনে করছেন কোহলি। তিনি বলেন, ‘তাদের দলের মান সম্পর্কে অস্বীকার করার কোন অবকাশ নেই। তাদের দলের বিশ্বমানের দুই জন খেলোয়াড় না থাকা সত্ত্বেও তারা এখনো বিশ্বমানের একটি দল। দু’জন না থাকলেই একটি দল শেষ হয়ে যায় না।’

‘তবে তাদের বিশেষ করে সীমিত ওভারের দলে যারা আছেন তারা যে কোন সময় একটা ম্যাচ ঘুরিয়ে দিতে সক্ষম। কোন দলকেই আপনি চোট করে দেখতে পারেন না। কোন কিছুই আমরা নিশ্চিত হিসেবে নিচ্ছি না।’

নিজ মাঠে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে অস্ট্রেলিয়া সফরে এসেছে ভারতীয় দল। তবে ঐতিহাসিকভাবেই অস্ট্রেলিয়া সফরে তাদের রেকর্ড খুব ভাল নয়। কোহলি বলেন, ‘প্রতিপক্ষের চেয়ে পারিপার্শিক অবস্থাকে জয় করার জন্য তারা ভাল কিছু করার পরিকল্পনা আটছেন। জেতার সামর্থ আমাদের আছে, অবশ্যই আমরা এটা বিশ্বাস করি। তবে প্রতিটি ম্যাচে আমরা প্রতিটি মুহূর্ত কিভাবে চিন্তা করি তা গুরুত্বপূর্ণ।’

টি-টোয়েন্টি এবং ওয়ানডে উভয় ফর্মেটেই সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া। তবে আরো বেশি আগ্রাসী ক্রিকেট খেলে নিজেদের ভাগ্য ফেরানোর বিষয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক এ্যারন ফিঞ্চ। তিনি বলেন, ‘আক্রমণাত্মক ক্রিকেট খেলে ভারতকে পরাজিত করার মাধ্যমে খোলস থেকে বেড়িয়ে আসতে এবং নিজেদের প্রমাণের জন্য এটা বড় একটা সুযোগ।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!