• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ওয়ার্নের কোচ হওয়ার ইচ্ছা


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১০, ২০১৬, ০৯:৩৩ এএম
ওয়ার্নের কোচ হওয়ার ইচ্ছা

ঢাকা : অস্ট্রেলিয়া ক্রিকেটে তো বটেই ক্রিকেট বিশ্বেরই জীবন্ত কিংবদন্তি শেন ওয়ার্ন। লেগ স্পিনটাকে যিনি শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। সেই ওয়ার্ন নিজ দেশকে কোচিং করার ইচ্ছা প্রকাশ করেছেন। এই নিয়ে অস্ট্রেলিয়ার হাই পারফরম্যান্স সচিব প্যাট হাওয়ার্ডের সঙ্গে তার কথাও হয়েছে।

আগামী ফেব্রুয়ারীতে শ্রীলংকা সিরিজে  অস্ট্রেলিয়ার টি২০ সিরিজে ওয়ার্নের কোচ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ ওই  সিরিজ যেদিন শেষ হচ্ছে  তার একদিন পর পুণেতে  ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া। এতে টি২০ তে খেলা কোন খেলোয়াড়কেই টেস্ট দলে পাওয়া যাবে না।

থাকবেন না প্রধান কোচ ড্যারেন লেম্যানসহ কোচিং স্টাফের কেউ। তাই দ্বিতীয় সারির ওই দলকে কোচিং করাতে চাইছেন ওয়ার্ন। তবে তার সম্ভাবনা কম। ইতোমধ্যে ওই দায়িত্ব দেওয়ার কথা ভাবা হয়েছে রায়ান হ্যারিস কিংবা ব্রাড হাডিনের যে কাউকে। তবে কোচ হিসেবে আইপিএলে রাজস্থান রয়্যালসকে কোচিং করানো  অভিজ্ঞতা রয়েছে ওয়ার্নের। এখন দেখাই যাক, শেষ  পর্যন্ত তার ইচ্ছা পুরণ হয় কি না।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই
 

Wordbridge School
Link copied!