• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওয়াসার সর্বোচ্চ বিল সংগ্রহকারী হিসেবে পূবালী ব্যাংককে অ্যাওয়ার্ড


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৫, ২০১৯, ০৪:০৮ পিএম
ওয়াসার সর্বোচ্চ বিল সংগ্রহকারী হিসেবে পূবালী ব্যাংককে অ্যাওয়ার্ড

ঢাকা: ঢাকা ওয়াসার বিল সংগ্রহকারী ৩৩টি ব্যাংকের মধ্যে সর্বোচ্চ বিল সংগ্রহকারী ব্যাংক হিসেবে পূবালী ব্যাংক লিমিটেডকে ২০১৮-১৯ অর্থ-বছরের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ উপলক্ষ্যে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘ঢাকা ওয়াসা বিল কালেকশন অ্যাওয়ার্ড’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো: তাজুল ইসলাম এমপি পূবালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হালিম চৌধুরীর হাতে সম্মাননা সনদ ও পদক তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিম এ খান।

এসময় বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থ-বছরে সর্বোচ্চ বিল সংগ্রহকারী ব্যাংকগুলোর মধ্যে পূবালী ব্যাংক লিঃ সহ মোট ১০টি ব্যাংককে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!