• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়াহাব স্বপ্নে দেখেন তাঁকে ডাকছেন ইনজামাম


ক্রীড়া ডেস্ক মে ২২, ২০১৯, ০৪:৩৬ পিএম
ওয়াহাব স্বপ্নে দেখেন তাঁকে ডাকছেন ইনজামাম

ছবি সংগৃহীত

ঢাকা: দু’বছর আগে ২০১৭-এ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ বার পাকিস্তানের হয়ে ওয়ানডে খেলেছিলেন। কিন্তু খারাপ পারফরম্যান্স ও চোটের কারণে দল থেকে বাদ পড়ে গিয়েছিলেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ়। আবার বিশ্বকাপের জন্য পাকিস্তান দলে ফিরে নজর কাড়তে আশাবাদী তিনি। বলছেন, ইংল্যান্ডে টেস্ট খেলার অভিজ্ঞতা কাজে লাগবে।

সেই সঙ্গে শুনিয়েছেন তাঁর দেখা সাম্প্রতিক এক স্বপ্নের কথাও। যা সফল হয়েছে বিশ্বকাপের দলে তিনি ডাক পাওয়ায়। মঙ্গলবার লাহোরে সাংবাদিকদের ওয়াহাব এ প্রসঙ্গে বলেন, ‘কয়েক দিন আগে এটা স্বপ্ন দেখেছিলাম। যেখানে পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজ়ামাম-উল-হক, বিশ্বকাপে আমাকে সুযোগ দিয়ে বলেন, এটাই তোমার শেষ সুযোগ। সেই স্বপ্নটা সত্যি হওয়ায় দারুণ লাগছে। মনে পড়ছে বাবার কথা। কারণ তিনি আজ প্রয়াত। বাবা সব সময় চাইতেন, পাকিস্তানের হয়ে সব চেয়ে বেশি বার বিশ্বকাপে প্রতিনিধিত্ব যেন আমি করতে পারি।’

‘স্বপ্ন’ সফল হওয়ার পরে জীবনের তৃতীয় বিশ্বকাপে পাকিস্তানের হয়ে বোলিং বিভাগে বড় দায়িত্ব নিতে মুখিয়ে ওয়াহাব,‘এবার বিশ্বকাপ দলে নির্বাচিত হওয়ায় একটা বড় দায়িত্ব সামলাতে হবে। কারণ, আমার দলে সুযোগ পাওয়ার একটা বড় কারণ অভিজ্ঞতা। ইংল্যান্ডে খুব বেশি ওয়ানডে খেলিনি। কিন্তু সেখানে টেস্ট ম্যাচে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে। ওখানকার পরিবেশ ও পিচ সম্পর্কেও ধারণা রয়েছে।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!