• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কথা দিয়ে কথা রেখেছেন তামিম


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ৫, ২০১৯, ০৮:১৬ পিএম
কথা দিয়ে কথা রেখেছেন তামিম

ছবি: সংগৃহীত

ঢাকা: অধিনায়কত্ব করবেন না, বিপিএল শুরুর আগেই সাফ জানিয়ে দিয়েছিলেন তামিম ইকবাল। তবে সিদ্ধান্ত গ্রহণে ভুমিকা রাখবেন এবং দলকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারের বিপিএলে ফাইনাল খেলবে ফ্রাঞ্চাইজি কর্তৃপক্ষকে এমন কথা দিয়েছিলেন তামিম। সেই কথা রাখতে পেরে দারুন রোমাঞ্চিত বাঁহাতি ওপেনার।

গতবার কুমিল্লাকে তামিমই নেতৃত্ব দিয়েছিলেন। ফাইনালে ওঠার দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি দলটি। এবার কুমিল্লার ম্যানেজম্যান্ট ফাইনাল খেলতে উদগ্রিব ছিল। তাদের নেতৃত্ব ভাবনায় তামিমই ছিলেন। তবে তিনি চেয়েছেন নেতৃত্ব না নিয়ে নিজেকে নিংড়ে দিতে। আর একটি চাওয়া ছিল সেটা হলো বিপিএলের ফাইনাল খেলা।

সেই চাওয়া পূরণ হওয়ায় দারুন খুশি তামিম,‘ মৌসুম শুরুর আগে দলকে কথা দিয়েছিলাম, এবার আমরা ফাইনাল খেলব। আমার নিজেরও একটা লক্ষ্য ছিল। মাশরাফি ভাই চারবার জিতেছেন, সাকিব দুইবার চ্যাম্পিয়ন হয়েছে, রিয়াদ ভাই দুবার ফাইনাল খেলেছেন। আমারও খুব ইচ্ছা ছিল বিপিএলের ফাইনাল খেলার। আমাদের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় স্টেজ তো বিপিএল ফাইনালই। কালকে জিতে ফাইনালে ওঠার পর খুব ভালো লেগেছে। অনেককেই বারবার বলেছি, আমার প্রথম ফাইনাল। আমি খুবই রোমাঞ্চিত। এক মাসের টুর্নামেন্টের ক্লান্তি ভুলে গেছি, ফাইনাল খেলতে মুখিয়ে আছি।’

কুমিল্লাকে শুরুর দিকে নেতৃত্ব দিয়েছিলেন অস্ট্রেলিয়ার ‘নিষিদ্ধ’ অধিনায়ক স্টিভ স্মিথ। চোট নিয়ে তিনি ফিরে যাওয়ার পর থেকেই দলকে নেতৃত্ব দিচ্ছেন ইমরুল কায়েস। তামিম কেন নেতৃত্ব দিচ্ছেন না, এই নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তবে এটাকে বড় করে দেখতে চান না তিনি,‘ অধিনায়ক হওয়াই বড় কথা নয়। আমি চেষ্টা করেছি মাঠের ভেতরে ও বাইরে যতটা সম্ভব সম্পৃক্ত থাকতে, দলকে সাহায্য করতে। আপনারা সবাই জানেন, নিজের প্রস্তুতি, পারফরম্যান্স নিয়ে আমি সবসময় কতটা খুঁতখুঁতে থাকি। কিন্তু এবার নিজেকে নিয়ে ভাবিনি। ভাবনার সবটা জুড়ে কেবল ছিল দল।’

ব্যাট হাতে এখনো তামিমকে সেভাবে বড় কোনো ইনিংস খেলতে দেখা যায়নি। রান সংগ্রহের তালিকায় রয়েছেন সেরা পাঁচে। ১৩ ম্যাচে ২৭.১৬ গড়ে ৩২৬ রান, তামিমের নামের পাশে একটু বেমানান। তামিম নিজেও সেটি মানছেন। বলছেন, ‘ প্রথম দুই বিপিএলে ইনজুরিতে বেশি ম্যাচই খেলতে পারিনি। তার পর থেকে বিপিএলেও অনেক রান করেছি। এবারের পারফরম্যান্সে আমি নিজে খুব খুশি নই। তবে নিজে খুব ভালো না করলে আমার যতটা খারাপ লাগে, এবার লাগছে না কারণ দল ফাইনালে উঠেছে।

কিন্তু নিজের পারফরম্যান্সের জন্য অজুহাত দিতে চাই না। অনেকগুলো ম্যাচে খুব ভালো শুরু করেছি। কিন্তু হয়তো একটা মুহূর্তের ভুল সিদ্ধান্তের কারণে ইনিংস বড় করতে পারিনি। এমনিতে তিনবার শূন্য রানে আউট হওয়ার পরও ৩২৬ রান, সেরা পাঁচে থাকা কিন্তু খারাপ নয়। তবে নিজের কাছে আমার যা প্রত্যাশা, সেটির কথা ভাবলে বলব ব্যর্থতাই বেশি। অন্তত ৪০০ রান করা উচিত ছিল এই সময়ে। সবচেয়ে খারাপ লেগেছে, বেশ কিছু ম্যাচে ভালো শুরুর পরও টানতে না পারায়, যেমনটি এমনিতে এখন আমার হয় না।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!