• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কনকচাঁপার আইডি হ্যাকড, থানায় জিডি


বিনোদন প্রতিবেদক ডিসেম্বর ৪, ২০১৮, ০৯:৫৫ পিএম
কনকচাঁপার আইডি হ্যাকড, থানায় জিডি

ফাইল ফটো

ঢাকা: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপার ফেসবুক আইডি ও ফ্যান পেজ হ্যাক হয়েছে। এ অভিযোগ জানিয়ে তিনি পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) পল্টন থানায় সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন, গত ২৯ নভেম্বর রাত আনুমানিক ৯টায় অজ্ঞাত ব্যক্তির দ্বারা তার আইডিটি হ্যাক হয়। আইডি ফেরত দেয়ার জন্য মেসেঞ্জারে অর্থ দাবি করেছে ওই হ্যাকার।

শিল্পী কনকচাঁপার ফেসবুক প্রোফাইলে ঢুকলে তার নামের পাশে ‘দিস প্রোফাইল ইজ লকড’ দেখা যাচ্ছে।

এ বিষয়ে পল্টন থানার উপপরিদর্শক ও তদন্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ জসিম বলেন, আমরা তার অভিযোগ পেয়েছি, তদন্ত করছি। এখনো তেমন কোনো অগ্রগতি নেই।

এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার অপরাধ ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ দেয়া হয়নি। মৌখিকভাবে সমস্যার কথা জানানো হয়েছে। আমরা বেশ গুরুত্ব দিয়ে সমস্যাটি সমাধানের চেষ্টা করছি। আশা করছি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমরা তার আইডিটি উদ্ধার করতে পারব।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজীপুর) আসন থেকে বিএনপির মনোনয়নপত্র কিনেছেন খ্যাতনামা কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!