• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কবি বেলাল চৌধুরী মারা গেছেন


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৪, ২০১৮, ০১:১৪ পিএম
কবি বেলাল চৌধুরী মারা গেছেন

ফাইল ছবি

ঢাকা: স্বনামধন্য কবি ও সাংবাদিক বেলাল চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বেলাল চৌধুরীর ছেলে আবদুল্লাহ প্রতীক চৌধুরী তার বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাইফ সাপোর্ট খোলার আগেই তিনি মারা যান। লাইফ সাপোর্টে রেখে চিকিৎসকরা সব চেষ্টাই করেছেন, তবে তাকে বাঁচানো যায়নি।

গত বছর আগস্টে কিডনিজনিত সমস্যার কারণে কবি বেলাল চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন চিকিৎসায় তার অবস্থার কোনো উন্নতি হয়নি। এ ছাড়া দেখা দিয়েছে তার বার্ধক্যজনিত নানা রোগ। সম্প্রতি তার শারীরিক অবস্থা খুব খারাপ হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল।

বেলাল চৌধুরী একাধারে কবি, সাংবাদিক, প্রাবন্ধিক ও অনুবাদক। দীর্ঘদিন বাংলাদেশের ভারতীয় হাইকমিশন থেকে প্রকাশিত ‘ভারত-বিচিত্রা’র সম্পাদক ছিলেন তিনি। ২০১৪ সালে তিনি একুশে পদক পান।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!