• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কবে অবসর নিচ্ছেন, মুখ খুললেন যুবরাজ


ক্রীড়া ডেস্ক মার্চ ২৫, ২০১৯, ০৯:৪১ পিএম
কবে অবসর নিচ্ছেন, মুখ খুললেন যুবরাজ

ফাইল ছবি

ঢাকা: ক্রিকেট কবে ছাড়ছেন? প্রায়শই এ নিয়ে কথা শুনতে হয় যুবরাজ সিংকে। এমন প্রশ্নে কখনোই মুখ খোলেননি পাঞ্জাবের অলরাউন্ডার। রোববার দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পরে সংবাদ সম্মেলনে যুবরাজের সাফ জবাব, ‘সঠিক সময় এলে সবার আগে আমিই বুট জোড়া তুলে রাখব।’  

২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটারকে নিয়ে কৌতূহলের শেষ নেই ক্রিকেটভক্তদের। প্রতিদিনই যুবরাজের অবসর নিয়ে উত্তাল হয় সামাজিক যোগাযোগের মাধ্যম। ভারতীয় দলে এখন আর নিয়মিত নন যুবরাজ। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার এই আইপিএলই পাচ্ছেন তিনি।

একেক সময়ে তাঁর মনে হয় কিছুই ঠিকঠাক হচ্ছে না। নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তও নিতে পারছেন না এক সময়ের ম্যাচ উইনার। যুবরাজ বলেছেন, ‘শচীনের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছি। ৩৮-৩৯ বছর বয়সে একই অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছিল শচীনকেও।’

‘মাস্টার ব্লাস্টার’-এর সঙ্গে কথা বললে আত্মবিশ্বাস পান যুবরাজ। এটা দেখা গেছে ২০১১ বিশ্বকাপেও। সেই বিশ্বকাপে দারুন পারফর্ম করেছিলেন যুবরাজ।

দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্থের ঝোড়ো ব্যাটিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের হাত থেকে বেরিয়ে যায় ম্যাচ। ৩৫ বলে ৫৩ রান করে যুবরাজ একটা চেষ্টা করেছিলেন। কিন্তু অসাধ্যসাধন করে ম্যাচ বের করতে পারেননি তিনি। যুবরাজ নিজের ব্যাটিং প্রসঙ্গে বলেন, ‘ব্যাট করতে নেমে আমি সময় নিচ্ছিলাম। নিয়ম করে উইকেট পড়ছিল। সেই সময়ে আমিও যদি মারতে শুরু করতাম, তা হলে দিল্লির টার্গেটের কাছাকাছি পৌঁছাতেই পারতাম না। সেই কারণে আমি ধৈর্য ধরে ব্যাটিং করছিলাম। ব্যাটিং নিয়ে আমি সন্তুষ্ট।’  

ভালবেসে একদিন ক্রিকেট খেলতে শুরু করেছিলেন যুবরাজ। সেই ভালোবাসা এখনও রয়ে গিয়েছে বাঁ হাতি ব্যাটসম্যানের। যুবরাজ বলেন, ‘শেষ দু’বছর আমার জীবনে অনেক উত্থানপতন ঘটেছে। কী করব, তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারিনি। একদিন ভালোবেসেই ক্রিকেট খেলতে শুরু করেছিলাম। তখন আমি জাতীয় দলের হয়ে খেলতাম না। অনূর্ধ্ব -১৪, অনূর্ধ্ব-১৬ দলের হয়ে খেলতাম। যতদিন আমি ক্রিকেট উপভোগ করব, ততদিন খেলব।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!