• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কমল হাসানের শ্যুটিং সেটে ক্রেন ধসে ৩ জনের মৃত্যু


বিনোদন ডেস্ক ফেব্রুয়ারি ২২, ২০২০, ০৪:৩২ পিএম
কমল হাসানের শ্যুটিং সেটে ক্রেন ধসে ৩ জনের মৃত্যু

ঢাকা : ভারতের চেন্নাইয়ে অভিনেতা ও পরিচালক কমল হাসানের চলচ্চিত্রের শ্যুটিংয়ের সেটে ক্রেন ধসে ৩ সহকারী পরিচালক নিহত হয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় ইভিপি ফিল্ম সিটিতে 'ইন্ডিয়ান টু' সিনেমার শ্যুটিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৯ জন।

পুলিশ জানায়, ক্রেনের ওপরে কাজ করার সময় হঠাৎ করেই তা ভেঙে মাটিতে পড়ে যায়। সে সময় তারা লাইটিংয়ের কাজ করছিল। ঘটনার সময় কমল হাসান অন্য জায়গায় ছিলেন। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কমল হাসান।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বিগ বাজেটের অ্যাকশন থ্রিলার মুভি 'ইন্ডিয়া টু' সিনেমা শ্যুটিং চলছিল। এ সময়, ১৫০ ফুট উঁচু ওই ক্রেনের ভিতরে লাইটের বক্সে ছিলেন একজন সহ-পরিচালক। আরো দু’জন ছিলেন ক্রেনের কাছেই। আচমকা ভেঙে পড়ে ক্রেনটি ৷ ঘটনাস্থলেই মারা যান একজন পরিচালক ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো দু’জনের মৃত্যু হয় । দুর্ঘটনায় পরিচালক শঙ্করও গুরুতর আহত হন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!