• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনার নতুন হানা যেসব দেশে


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ৯, ২০২০, ০৭:৪৭ পিএম
করোনার নতুন হানা যেসব দেশে

ঢাকা: কোভিড-১৯-এ মৃত্যু সাত লাখ ছাড়িয়েছে৷ সংক্রমিতের সংখ্যা দুই কোটি ছুঁতে খুব বেশি দিন লাগবে বলে মনে হয় না৷ যেসব দেশে কমতে শুরু করেছিল, সেসব দেশেও নতুন করে শুরু হয়েছে করোনার হানা৷

জার্মানি
জার্মানির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ রবার্ট কখ ইন্সটিটিউট (আরকেআই) জানাচ্ছে, দেশটিতে করোনা আবার ফিরছে এমন ইঙ্গিত দেখা দিয়েছে৷ গত তিন মাসের মধ্যে একদিনে সবচেয়ে বেশি ১০৪৫ জন করোনা পজিটিভ হয়েছেন গত বৃহস্পতিবার৷ দিনে এক হাজারের বেশি মানুষের দেহে সংক্রমণ সর্বশেষ ধরা পড়েছিল গত এপ্রিলে৷ তখন অবশ্য দিনে মোট ছয় হাজার মানুষের দেহে সংক্রমণ ধরা পড়াও ছিল প্রায় নিয়মিত ঘটনা৷

ইউক্রেন
এদিকে ইউক্রেনে দিনে সবচেয়ে বেশি সংক্রমণের সব রেকর্ড ছাড়িয়েছে৷ ২৪ ঘণ্টায় ১৩১৮ জন করোনা পজিটিভ হয়েছেন এই সপ্তাহে৷ ইউক্রেনে এমনটি আগে কখনো ঘটেনি৷

পোল্যান্ড
পোল্যান্ডের পরিস্থিতিও খারাপের দিকে৷ সেখানে ৬৮০ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে মঙ্গলবার৷ সংখ্যাটা শিগগিরই যে ৭০০ ছাড়াবে তাতে কোনো সন্দেহ নেই৷

বেলজিয়াম
বেলজিয়ামের একাংশ আর স্পেনেও সংক্রমণ আবার বাড়ছে৷ বেলজিয়ামের এন্টোয়ার্প প্রদেশে তাই জার্মানি থেকে ভ্রমণে যাওয়া নিরুৎসাহিত করা হয়েছে৷

স্পেন
পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত এখন স্পেন৷ গত শুক্রবার তারা যুক্তরাজ্যকে পেছনে ফেলেছে৷ স্পেনের বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে সুইজারল্যান্ড সরকার৷ সুইজারল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রী বলেছেন, কেউ স্পেন সফর করে ফিরলে তাকে অন্তত ১০ দিন কোয়ারান্টিনে থাকতে হবে৷

আফ্রিকা
গাম্বিয়ায় করোনা সংক্রমণ হুট করে ৬০ ভাগ বেড়ে গেছে৷ আর তাই সারা দেশে তিন সপ্তাহের জন্য কারফিউ ঘোষণা করেছে সরকার৷

ল্যাটিন অ্যামেরিকা
করোনা সংক্রমণে ইউরোপকে ছাড়াতে চলেছে ল্যাটিন অ্যামেরিকা৷ মহাদেশটিতে সংক্রমিতের সংখ্যা ইতিমধ্যে দুই লাখ আট হাজার ছাড়িয়েছে৷

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!