• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনা টেস্টের অনুমতি পেল তিন বেসরকারি হাসপাতাল


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৯, ২০২০, ০৫:৪১ পিএম
করোনা টেস্টের অনুমতি পেল তিন বেসরকারি হাসপাতাল

ঢাকা : রাজধানীর তিনটি বেসরকারি হাসপাতালকে করোনা শনাক্তকরণ টেস্টের অনুমোদন দেওয়া হয়েছে।  

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান তিনি।

হাসপাতালগুলো হলো- এভারকেয়ার, স্কয়ার ও ইউনাইটেড।  এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

তিনি জানান, রাজধানীতে বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে এভার কেয়ার, স্কয়ার ও ইউনাইটেড-এই তিনটি হাসপাতালকে করোনা শনাক্তকরণ পরীক্ষা করার অনুমোদন দেওয়া হয়েছে। তারা যে পরীক্ষা করবেন সেগুলো বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে আমরা সংযোজন করব, আমাদের স্বাস্থ্য বুলেটিনে।

এ হাসপাতালগুলো শুধুমাত্র তাদের ভর্তিকৃত রোগীদের এই পরীক্ষা করাতে পারবেন। তাদের আমরা বাইরের রোগী পরীক্ষা করার অনুমোদন দেইনি। কারণ সেক্ষেত্রে ফলোআপের সমস্যা হতে পারে বলে জানান তিনি।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!