• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
চীনা বিশেষজ্ঞের মন্তব্য

করোনা নিয়ন্ত্রণে আসবে এপ্রিলের শেষে


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ৪, ২০২০, ০১:১০ এএম
করোনা নিয়ন্ত্রণে আসবে এপ্রিলের শেষে

ঢাকা : মহামারী করোনা ভাইরাস এপ্রিল মাসের শেষ দিকে নিয়ন্ত্রণে আসতে পারে বলে জানিয়েছেন চীনের শ্বাসতন্ত্রের রোগ বিশেষজ্ঞ ডা. জুং নানশান।

বুধবার (১ এপ্রিল) চীনের শেনজেন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন বলেন, করোনা প্রতিরোধে বিশ্বের দেশগুলো যেভাবে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে তাতে আমার মনে হচ্ছে এ মাসের শেষদিকে মহামারিটি নিয়ন্ত্রণে চলে আসবে।

তবে আগামী বসন্তে আরও একটি ভাইরাস দেখা দেবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, চীনে প্রাণঘতিী করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় জুং নানশান এমন একটি দলকে নেতৃত্ব দিচ্ছেন যাদের পরামর্শে সেখানে করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তাই তার মন্তব্যকে গুরুত্বকে প্রকাশ করছে দেশটির গণমাধ্যমগুলো।

এদিকে করোনা ভাইরাসে শুক্রবার পর্যন্ত ৫৩ হাজার ২১৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১৫ হাজারের বেশি মানুষ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!