• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনা নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ৬, ২০২০, ১১:৩৩ এএম
করোনা নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি

ঢাকা: করোনা আক্রান্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে ১০ নং ডাউনিং স্ট্রিটের বাসা থেকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় সময় রোববার রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তা প্রকাশ করেনি ডাউনিং স্ট্রিট কর্তৃপক্ষ। খবর গার্ডিয়ানের 

গত ১০ দিন ধরে করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন এই ব্রিটিশ প্রধানমন্ত্রী। করোনার লক্ষণগুলোর সঙ্গে তার শরীরে জ্বর অনেক বেশি বলে ডাউনিং স্ট্রিট জানিয়েছে। 

ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, চিকিৎসকের পরামর্শে জনসনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যতদিন দরকার ততদিন তিনি হাসপাতালে ভর্তি থাকবেন।

গত ২৭ মার্চ নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করেছিলেন বরিস জনসন।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!