• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনা নিয়ে ভবিষ্যতদ্বানী করেছিলেন মাইকেল জ্যাকসন


বিনোদন ডেস্ক এপ্রিল ১, ২০২০, ০৩:৪৭ পিএম
করোনা নিয়ে ভবিষ্যতদ্বানী করেছিলেন মাইকেল জ্যাকসন

ছবি: ইন্টারনেট

ঢাকা: বিশ্ব এখন কাঁপছে করোনাভাইরাসের থাবায়। এ সম্পর্কে প্রায় তিন দশক আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন এবং নিজেও সতর্ক ছিলেন পপ সম্রাট মাইকেল জ্যাকসন। 

এক সাক্ষাৎকারে মাইকেল জ্যাকসনের সাবেক দেহরক্ষী ম্যাট ফিডেস এ কথা জানিয়েছেন। ম্যাট ফিডেস জানান, মাইকেল আগেই আন্দাজ করতে পেরেছিলেন করোনাভাইরাসের মতো মহামারী ছড়াবে বিশ্বে। সে কারণেই নিজের মুখ মাস্ক দিয়ে সব সময় ঢেকে রাখতেন।

 এই দেহরক্ষী আরও জানান, মাইকেল সব সময় বলতেন মানবজাতি যেকোনও সময় ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক ধরণের জীবাণুই গ্রাস করবে মানবসভ্যতা।

জানা গেছে, ফিডেল অনেক সময় মুখের মাস্ক খুলে ফেলতে বলতেন মাইকেলকে। তবুও মাইকেল কখনও তাতে রাজি হননি। তখন নাকি মাইকেল বলতেন, আমি অসুস্থ হয়ে আমার অনুরাগীদের মন খারাপ করতে চাই না।

জ্যাকসন বলতেন, তিনি একটি কারণে পৃথিবীতে আছেন। তাই তাকে সব সময় সুস্থ থাকতে হবে। আমার গলা আমি খারাপ হতে দিতে পারি না।

ফিডেল জানান, এতদিন পর তিনি বুঝতে পারছেন কেন মাস্ক পরে থাকতেন জ্যাকসন। করোনাভাইরাসের মতো একটা ভাইরাস পৃথিবীতে থাবা বসাতে পারে সেটা আগেই আঁচ করতে পেরেছিলেন তিনি। সূত্র: এনডিটিভি

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!