• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা প্রতিশোধক ওষুধ বিক্রির দায়ে চিকিৎসকের জরিমানা


 পিরোজপুর প্রতিনিধি   জুন ৪, ২০২০, ১০:৫৯ এএম
করোনা প্রতিশোধক ওষুধ বিক্রির দায়ে চিকিৎসকের জরিমানা

পিরোজপুর: মহামারী করোনা ভাইরাসে মানুষ যখন আতংকগ্রস্থ ঠিক সেই সময় পিরোজপুরে এক হোমিও চিকিৎসক তার দোকানে সাইনবোর্ড টাঙ্গিয়ে করোনা প্রতিশোধক ওষুধ বিক্রি করছিলেন। প্রশাসনের নজরে আসায় বুধবার (৩ জুন) সকালে শহরের বাইপাস সড়ক সংলগ্ন মাছিমপুর মন্ডল পাড়ায় রসরাজ হোমিও হলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে হোমিও ডাক্তার শ্যাম দুলাল হালদারকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি রামানন্দ পাল জানান, বাংলাদেশ সহ বিশ্বের কোথাও এখন পর্যন্ত করোনা ভাইরাস প্রতিশোধক স্বীকৃত ওষুধ আবিস্কার হয়নি। 

এমন মিথ্যা প্রচারনা দিয়ে এবং সাইনবোর্ড টাঙ্গিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করার কারনে ডা. শ্যামদুলাল হালদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
এ প্রসঙ্গে তিনি আরো জানান, কোন ব্যাক্তি কোন পণ্য বা সেবা বিক্রয়ের উদ্যেশ্যে অসত্য বা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারনকে প্রতারিত করতে পারবেনা এই আইনে তাকে এই অর্থ দন্ড প্রদান করা হয়। এবং মিথ্যা সাইনবোর্ড সরিয়ে নিয়ে তাকে সতর্ক করা হয়।

সোনালীনিউজ/টিএস/এসআই

Wordbridge School
Link copied!