• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনা মহামারিতে এগিয়ে এলো ডিএসইর কৌশলগত অংশীদার


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৩, ২০২০, ০৪:৩৪ পিএম
করোনা মহামারিতে এগিয়ে এলো ডিএসইর কৌশলগত অংশীদার

ফাইল ছবি

ঢাকা: করোনাভাইরাস মহামারিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত অংশীদার চীনের শেনঝেন স্টক এক্সচেঞ্জ। সারা বিশ্ব আজ করোনাভাইরাস মহামারীতে বিপর্যস্ত।

বাংলাদেশও এর বাইরে নয়। এ বিপর্যস্ত অবস্থায় স্বাস্থ্য সুরক্ষায় ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী শেনঝেন স্টক এক্সচেঞ্জ এগিয়ে এসেছে। তারা পুজিঁবাজার নিয়ন্ত্রক সংস্থা
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ডিএসইর পরিচালনা পর্ষদ, সকল শেয়ারহোল্ডার, কর্মকর্তা ও কর্মচারী এবং  পুজিঁবাজার সংশ্লিষ্ট সাংবাদিকদের জন্য মাস্ক পাঠিয়েছেন৷ যা ইতিমধ্যে বিতরণ করা হয়েছে।

শেনজেন স্টক এক্সচেঞ্জের এই উদ্যোগকে ডিএসই স্বাগত জানিয়েছে এবং আশা করছে ভবিষ্যতে যে কোন দুর্যোগের সময় উভয় স্টক এক্সচেঞ্জ একে অপরের প্রতি সহযোগীতা অবাহত রাখবে। ডিএসই বিশ্বাস করে এই মাস্ক সামাজিক সুরক্ষায় কিছুটা হলেও উপকারে আসবে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!