• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা যোদ্ধা ডা. মঈন উদ্দিনের নামে স্কুলভবনের নামকরণ


দিনাজপুর প্রতিনিধি মে ১৬, ২০২০, ০৪:১৯ পিএম
করোনা যোদ্ধা ডা. মঈন উদ্দিনের নামে স্কুলভবনের নামকরণ

দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে দেশের প্রথম করোনা যোদ্ধা ডাঃ মঈনউদ্দিন।

শনিবার সকালে ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত বিদ্যালয় ভবনের নামকরণের ফলক উন্মোচনসহ ভবনের উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ীক মিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুলের সভাপতিত্বে আয়োজিত করোনা যোদ্ধা শহীদ ডা. মঈনউদ্দিন বিদ্যালয় ভবনের ফলক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানমঞ্জুরায় চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. আবুতাহের, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. এনামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক আহবায়ক এসকে মোহাম্মদ আলী দুলাল, সাবেক সাধারণ সম্পাদক মো.আব্দুল আলিম, মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম আলী প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মাসম্পাদক প্রভাষক অমরচাঁদ গুপ্ত অপু, সদস্য মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, সদস্য দৈনিক নবরাজ প্রতিনিধি আল আমিন সহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন। 

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!