• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

করোনা রোগী ১১ দিন পর কাউকে আক্রান্ত করে না


আন্তর্জাতিক ডেস্ক মে ২৪, ২০২০, ০২:১৭ পিএম
করোনা রোগী ১১ দিন পর কাউকে আক্রান্ত করে না

ঢাকা: কোভিড-১৯ রোগীরা অসুস্থ হওয়ার ১১ দিন পর অন্য কাউকে আক্রান্ত করতে পারে না। এমনকি তারা পজিটিভ থাকলেও অন্যদের সংক্রমিত হওয়ার ভয় থাকে না।

সিঙ্গাপুরের সংক্রামক রোগ বিশেষজ্ঞদের নতুন এক গবেষণা এমন তথ্য উঠে এসেছে। খবর ব্লুমবার্গ।

সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকটিয়াস ডিজিস এবং অ্যাকাডেমি অব মেডিসিন যৌথভাবে এই গবেষণা করেছে। গবেষকরা বলছেন, অসুস্থ হওয়ার ১১ দিন পর আর কেউ অন্যদের আক্রান্ত করতে পারে না।

সিঙ্গাপুরে ৭৩ জন করোনা রোগীর ওপর পর্যবেক্ষণের পর এ ফল পেয়েছেন গবেষকরা। আর এই ফলের ভিত্তিতে দেশটিতে করোনা রোগীদের চিকিৎসা এবং ছাড়পত্র দেয়া হতে পারে।

বর্তমানে দেশটিতে করোনা রোগী পরের পরীক্ষায় নেগেটিভ হওয়ার চেয়ে তিনি অন্যদের আক্রান্ত করতে পারেন কিনা, সে ব্যাপারে গুরুত্ব দেয়া হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গবেষণাটি মূল্যায়ন করার কথা।

প্রসঙ্গত, সিঙ্গাপুরে এখন পর্যন্ত ৩১ হাজার ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছে ২৩ জন।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!