• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনা রোধে সরকারের যথাযথ পদক্ষেপ নেই : রিজভী


নিজস্ব প্রতিবেদক মার্চ ২১, ২০২০, ০৪:৩০ পিএম
করোনা রোধে সরকারের যথাযথ পদক্ষেপ নেই : রিজভী

ঢাকা : দেশে করোনা প্রতিরোধে সরকারের যথাযথ কোনো পদক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২১ মার্চ) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

করোনা প্রতিরোধে সরকারের যথাযথ কোনো পদক্ষেপ নেই বলে মন্তব্য করে তিনি বলেন, সরকারের মন্ত্রীরা এতোদিন ধরে বলে আসছিলেন, করোনা প্রতিরোধে উন্নত দেশের চেয়ে ভালো ব্যবস্থা আছে বাংলাদেশে। তাদের এই সমস্ত কথাবার্তা বৈশ্বিক বিপদের মুখে মানুষের সঙ্গে মশকরা করার শামিল।

তিনি বলেন, করোনাভাইরাসের চেয়েও ভয়ানক ভাইরাস আওয়ামী লীগার। আওয়ামী ভাইরাসের কারণে গোটা দেশ, নির্বাচন ও দেশের মানুষ আজ বিপন্ন।

তিনি বলেন, সরকারের ক্ষমাহীন উদাসীনতা ও প্রাক-প্রস্তুতিহীনতার কারণে একটা বড় ধরনের বিপদ আমাদের সামনে ধেয়ে আসছে।

রিজভী বলেন, গরীব মানুষের ঋণের কিস্তি স্থগিত ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নাগালের মধ্যে রাখতে হবে।

জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে করোনা মোকাবেলা করতে হবে বলে মনে করেন রিজভী। অবিলম্বে জনগণের আশা ভরসার স্থল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিও দাবি করেন তিনি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!