• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনাকালে সিগারেট ছেড়ে দিয়েছে বিশ্বের ১০ লাখ মানুষ


নিউজ ডেস্ক জুলাই ১৫, ২০২০, ১২:৫৮ পিএম
করোনাকালে সিগারেট ছেড়ে দিয়েছে বিশ্বের ১০ লাখ মানুষ

ঢাকা : করোনাভাইরাসের বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে বিশ্বের প্রায় ১০ লাখ ধূমপান ছেড়ে দিয়েছে। যুক্তরাজ্যের অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ নামের একটি দাতব্য সংস্থা গবেষণায় এমনটি বলা হয়েছে।

গবেষণায় বলা হয়, গত ৪ মাসে যারা ধূমপান ছেড়েছেন তাদের ৪১ শতাংশই করোনা ভাইরাসের কারণে এটি ছেড়েছেন বলে জানিয়েছেন।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন বলছে, ২০০৭ থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত হিসেব করলে এই বছরের চেয়ে বেশি এর আগে কখনোই এতো মানুষ ধূমপান ছাড়েননি।

বিশেষজ্ঞরা দাবি করছেন, ধূমপানে করোনার উপসর্গ বাড়তে পারে।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!