• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনাভাইরাসে ইতালিতে প্রথম মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ২২, ২০২০, ০৪:১২ পিএম
করোনাভাইরাসে ইতালিতে প্রথম মৃত্যু

ঢাকা : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে প্রথম এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এ খবর নিশ্চিত করেছে।

এছাড়া, শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত এক বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।  

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, উত্তর ইতালিতে প্রায় ১৬ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। ইতালির উত্তরাঞ্চলীয় ১০টি শহরে এক সপ্তাহের জন্য জনসমাগমস্থল বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

এদিকে, দক্ষিণ কোরিয়ায় এক দিনেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২০৪ জন।

এছাড়া, প্রথম সংক্রমণের খবর পাওয়া গেছে ইসরায়েল ও  লেবাননে। চীনের বাইরে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইরানে চারজন মারা যাওয়ার পর এমন উদ্বেগ প্রকাশ করল সংস্থাটির প্রধান টেডরস আধানম গেব্রিয়াসাস।  

এছাড়া, ইরান জানিয়েছে, তাদের প্রায় সব কটি শহরেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

সবশেষ তথ্য অনুযায়ী, চীনে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২ হাজার ২শ' ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্তের সংখ্যা ৭৫ হাজার ৪৬৫ জন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!