• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনাভাইরাসের প্রভাব টানেলে পরবে না : কাদের


নিজস্ব প্রতিবেদক মার্চ ৮, ২০২০, ০৪:০২ পিএম
করোনাভাইরাসের প্রভাব টানেলে পরবে না : কাদের

ঢাকা : বিশ্বে চলমান করোনাভাইরাসের প্রভাব টানেলে পরবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৮ মার্চ) বেলা ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, করোনাভাইরাসের প্রভাব টানেলে কর্মরতাদের ওপর পড়ার সুযোগ নেই। কারণ ২৯৩ চীনা নাগরিকের মধ্যে নববর্ষের ছুটিতে ছিল ৭৩ জন। ছুটি থেকে ফিরে এসেছে ৪৫ জন। তাদের মধ্য থেকে ২৮ জন সব ধরনের পরীক্ষা শেষ করে কাজে যোগ দিয়েছেন। বাকি ১৭ জনের যোগদান প্রক্রিয়া এখনও প্রক্রিয়াধীন।

চসিক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ঢাকার সিটি করপোরেশন নির্বাচনেও দলীয় বিদ্রোহী প্রার্থী সমস্যা হয়েছিল। কিন্তু শেষে সেটি সমাধান হয়েছে। তাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনেও বিদ্রোহীদের নিয়ে এত আলোচনা করার সুযোগ নেই। খুব দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম নির্বাচনের এ সমস্যার সমাধান করা হবে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!