• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনার নিয়ম ভঙ্গ করে তোপের মুখে জাভি


ক্রীড়া ডেস্ক আগস্ট ৮, ২০২০, ১২:৫৫ পিএম
করোনার নিয়ম ভঙ্গ করে তোপের মুখে জাভি

ঢাকা: মহামারী করোনার নিয়ম ভঙ্গ করে তোপের মুখে পড়েছেন স্পেন ও বার্সেলোনার সাবেক কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেস। রীতিমতো জরিমানা গুনতে হয়েছে তাকে।

গত মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন জাভি। গত ৩০ জুলাই করোনাযুদ্ধে জয়ী হয়ে সুস্থ হয়েছেন তিনি। স্বাস্থ্যবিধি অনুযায়ী আগামী ২২ আগস্ট পর্যন্ত কোয়ারেন্টিনে থাকার কথা ছিল এই সাবেক স্প্যানিয়ার্ডের। কিন্তু মাঠে ফিরতে তর সইছিল না তার।

নিয়ম ভেঙে আগস্টের শুরুতেই কাতার স্টারস লিগে দলের খেলায় মাঠে হাজির হন আল সাদের কোচ জাভি।

এ নিয়ম ভঙ্গের কারণে জাভিকে শাস্তি দিয়েছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। ২৭০০ ডলার বা প্রায় সোয়া দুই লাখ টাকা জরিমানা দিতে হয়েছে তাকে। একইসঙ্গে জাভিকে আনুষ্ঠানিক সতর্কবার্তাও দিয়েছে অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ শাস্তির কথা কাতার ফুটবল অ্যাসোসিয়েশন নিজেদের অফিসিয়াল পেজে লিখেছে, ‘করোনার বিস্তার এড়াতে সব খেলোয়াড় ও কোচ হোম কোয়ারেন্টিনে থাকতে রাজি হয়ে একটি চুক্তি সই করেছিলেন। সেটি মানতে পারেননি জাভি। ’

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!