• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনার পর এবার ভূমিকম্পের আঘাত চীনে


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ২০, ২০২০, ০৭:৫২ পিএম
করোনার পর এবার ভূমিকম্পের আঘাত চীনে

ছবি সংগৃহীত

ঢাকা: চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় স্বায়ত্বশাসিত তিব্বত অঞ্চলের জিগাজি নগরীতে শুক্রবার (২০ মার্চ) একটি ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সকাল ৯টা ৩৩ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৯।

তবে এতে হতাহত বা ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। স্থানীয় সরকার একথা জানায়। খবর সিনহুয়ার।

জিগাজি নগরীর তিনগ্রি কাউন্টিতে ভূমিকম্পটি অনুভূত হয়। তবে এতে ঘরবাড়ি ক্ষতির বা যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি। কাউন্টি সরকার আরো তথ্য সংগ্রহে বিভিন্ন গ্রাম ও শহরে কর্মকর্তাদের পাঠিয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থলে ইতোমধ্যে দমকল বাহিনীর ৯ কর্মী ও তিনটি গাড়ি পাঠানো হয়েছে। এ বাহিনীর আরো শতাধিক কর্মী ও অনেক গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

চীনের ভূমিকম্প সংস্থা জানায়, এটির উৎপত্তি ছিল ২৮.৬৩ ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ৮৭.৪২ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!