• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনার প্রভাব বেগুনের কেজি ২, মুলা ১ টাকা


বগুড়া প্রতিনিধি মার্চ ২৮, ২০২০, ০৪:১৯ পিএম
করোনার প্রভাব বেগুনের কেজি ২, মুলা ১ টাকা

ছবি: সংগৃহীত

বগুড়া: করোনার প্রভাব পড়েছে বগুড়ায় পাইকারি সবজির হাটে। ব্যবসায়ীরা না আসায় পানির দামে বিক্রি হচ্ছে সবজি। এতে ক্ষতির মুখে কৃষক ও ব্যবসায়ীরা। করোনা ভাইরাসের প্রভাবে বগুড়ার পাইকারি হাট বাজারগুলোতে কমেছে সব ধরণের সবজির দাম। 

প্রতি কেজি বেগুন দুই টাকা, মুলা এক টাকা, মিষ্টি কুমড়া ৭ টাকা এবং মরিচ বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকায়। পানির দামে সবজি বিক্রি করে ক্ষতির মুখে কৃষক ও ব্যবসায়ীরা। পণ্য পরিবহনে সরকারিভাবে তেমন নিষেধাজ্ঞা না থাকলেও স্থানীয় প্রশাসনের চাপে ট্রাক চলানো যাচ্ছে না বলে জানান চালকরা। 

আর এজন্য দূর দূরান্ত থেকে সবজির পাইকারি ক্রেতারাও আসছে না ।বগুড়ার পাইকারি হাটে কম দামে সবজি বিক্রি হলেও শহরে কাঁচা বাজারে প্রতি কেজি বেগুন ২০ টাকা, মুলা ১০ টাকা, পটল ৫০ টাকা এবং কাঁচা মরিচ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!