• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনার মধ্যেই বড় সুখবর পেলেন প্রাথমিকের সচিব আকরাম


নিজস্ব প্রতিবেদক জুলাই ৬, ২০২০, ১১:৪৭ এএম
করোনার মধ্যেই বড় সুখবর পেলেন প্রাথমিকের সচিব আকরাম

ঢাকা: পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন। রোববার (৫ জুলাই) তাকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

সিনিয়র সচিব করার পর তাকে আগের কর্মস্থল, অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। সিনিয়র সচিবের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবের মাঝামাঝি। এখন সিনিয়র সচিবের সংখ্যা হলো ১৩ জন।

আকরাম-আল-হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৮৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরিতে যোগদান করেন।

তিনি স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভারপ্রাপ্ত সচিব হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!