• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

করোনার মধ্যেও রেমিট্যান্স ও রিজার্ভে রেকর্ড


অর্থনীতি প্রতিবেদক জুলাই ৩, ২০২০, ০১:২৯ এএম
করোনার মধ্যেও রেমিট্যান্স ও রিজার্ভে রেকর্ড

ঢাকা : করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে অর্থনীতিতে যখন নেতিবাচক অবস্থা তখন সুখবর এলো রেমিট্যান্সে। জুন মাসে এসেছে ১৮৩ কোটি ডলার রেমিট্যান্স। যা একক মাস হিসাবে দেশের রেমিট্যান্স প্রবাহের ইতিহাসে যে কোনও সময়ের তুলনায় সর্বোচ্চ।

২০১৯-২০২০ অর্থবছর শেষে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ছাড়িয়েছে ৩৬ বিলিয়ন ডলারের মাইলফলক।

বৃহস্পতিবার (২ জুলাই) দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ দশমিক ১৪ বিলিয়ন ডলার। বিশ্ব ব্যাংক, আইএমএফ, এডিবি ও এআইআইবির ঋণ সহায়তাও রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে বলে জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ৩০ জুন (মঙ্গলবার) শেষ হওয়া ২০১৯-২০ অর্থবছরে মোট এক হাজার ৮২০ কোটি ৩০ লাখ (১৮.২০ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা।

এই অঙ্ক আগের ২০১৮-১৯ অর্থবছরের চেয়ে ১০ দশমিক ৮৫ শতাংশ বেশি। ২০১৮-১৯ অর্থবছরে মোট ১৬ দশমিক ৪২ বিলিয়ন রেমিট্যান্স এসেছিল।

মহামারিকালেও রেমিট্যান্সের এই উল্লম্ফনের কারণে মাত্র এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৩৬ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়।

গত বছর রেমিট্যান্সের ওপর দুই শতাংশ প্রণোদনা ঘোষণা করে সরকার। এরপর থেকেই বৈধ চ্যানেলে টাকা পাঠানোর প্রবণতা বাড়তে থাকে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!