• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
হুইপ ইকবালুর রহিম এমপি

করোনার মহামারিতেও দেশের উন্নয়ন অব্যাহত রেখেছে প্রধানমন্ত্রী


দিনাজপুর প্রতিনিধি সেপ্টেম্বর ১৯, ২০২০, ০৪:১৯ পিএম
করোনার মহামারিতেও দেশের উন্নয়ন অব্যাহত রেখেছে প্রধানমন্ত্রী

ঢাকা : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, কোভিড-১৯ মোকবেলার পাশাপাশি দেশের উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছে, এই মহামারির সুযোগকে কাজে লাগিয়ে কেউ যেন দেশের অর্থনৈতিক ক্ষতি না করতে পারে সরকার সেদিকেও লক্ষ রেখেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিনাজপুর সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝানজিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, মহামারির পর থেকে স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে অনলাইন সহ বিভিন্ন পন্থায় শিক্ষা ব্যবস্থাকে চালু রাখা হয়েছে।

হুইপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই মহামারির সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যয় দিনাজপুরেও করোনা মোকাবেলায় পর্যাপ্ত ব্যয় করেছেন। ফলে দিনাজপুরে করোনা পরিস্থিতি অনেকটা ভাল। তিনি এই করোনার মধ্যেও শিক্ষকরা বিভিন্ন ভাবে ও অনলাইনে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে রেখেছে উল্লেখ করে বলেন, আমার বিশ্বাস স্বাভাবিক অবস্থা ফিরে আসার পরও শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, উপজেলা প্রকৌশলী ফিরোজ আহমেদ, দিনাজপুর শহর যুবলীগের সভাপতি ও পৌরকাউন্সিলর আশরাফুল আলম রমজান, ৩নং ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগর নেতা অভিজিৎ বসাক, মোতাহার হোসেন, রিচিন্দ নাথ বসাক ছুটু, আনোয়ার হোসেনসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!