• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনায় আক্রান্ত পাকিস্তানি ক্রিকেটার তৌফিক উমর


ক্রীড়া ডেস্ক মে ২৪, ২০২০, ০৪:৫৬ পিএম
করোনায় আক্রান্ত পাকিস্তানি ক্রিকেটার তৌফিক উমর

ঢাকা: পাকিস্তানের সাবেক বাঁ-হাতি ওপেনার তৌফিক উমর করোনা পজিটিভ হয়েছেন। শনিবার তিনি দেহে করোনার উপসর্গ অনুভব করেন। এরপর টেস্ট করিয়ে জানতে পারেন তিনি করোনা পজিটিভ।

এ নিয়ে পাকিস্তানের দ্বিতীয় এবং বিশ্বের চতুর্থ ক্রিকেটারের দেহে করোনা শনাক্তের খবর পাওয়া গেল। তার আগে পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাফর সরফরাজ করোনা পজিটিভ হন। এছাড়া স্কটল্যান্ডের মাজিদ হক ও দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণির ক্রিকেটার সোলো এনকুইনির দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়।

জিও নিউজকে তৌফিক বলেন, ‘শনিবার অসুস্থ অনুভব করায় ওইদিনই আমি করোনা টেস্ট করার। এরপর পরীক্ষার ফল পজিটিভ আসে। আমি অবশ্য তীব্র উপসর্গ অনুভব করিনি। বাড়িতেই আইসোলেশনে আছি। আমার জন্য সকলে দোয়া করবেন।’

২০০১ সালে জাতীয় দলে অভিষেকের পর টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন তৌফিক। ২০০৬ পর্যন্ত নিয়মিত ছিলেন দলে।এরপর অনিয়মিত হয়ে পড়েন। ২০১৪ সালে শেষ টেস্ট খেলেছেন। ক্যারিয়ার থেমেছে ৪৪ টেস্টে। তাতেই ৩৮ গড়ে ৭ সেঞ্চুরি ও ১৫ ফিফটিতে প্রায় তিন হাজার রান করেছেন। ক্যারিয়ার সেরা ইনিংস ২৩৬। তার ওয়ানডে ক্যারিয়ার থেমেছে ২২ ম্যাচ খেলে।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!