• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনায় আক্রান্ত যেসব প্রতিষ্ঠানের ৪৫ সংবাদকর্মী


নিজস্ব প্রতিবেদক মে ২, ২০২০, ০৯:২৮ পিএম
করোনায় আক্রান্ত যেসব প্রতিষ্ঠানের ৪৫ সংবাদকর্মী

ঢাকা: দেশে করোনাভাইরাস হানা দেয়ার পর আজ শনিবার (২ মে) পর্যন্ত ৪৫ জন সংবাদকর্মী এতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন সিনিয়র সাংবাদিক মারাও গেছেন। সুস্থ হয়েছেন ১১ জন সংবাদকর্মী।

করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ব্যাপক বিস্তারের ঝুঁকি এড়াতে ইতোমধ্যে বেসরকারি দীপ্ত টেলিভিশন কার্যালয় লকডাউন করে দেয়া হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে বহুল প্রচারিত দৈনিক প্রথম আলো এবং আরেক দৈনিক সময়ের আলোর কার্যালয়। বেশ কয়েকটি সংবাদপত্রের ছাপা সংস্করণও বন্ধ করে দেয়া হয়েছে, তারা এখন শুধু অনলাইন সংস্করণ চালাচ্ছে।

এ পর্যন্ত যেসব প্রতিষ্ঠানের সংবাদকর্মীরা আক্রান্ত হয়েছেন, সেগুলো হলো-

১. ইন্ডিপেন্ডেন্ট টিভি (এক ক্যামেরাপারসন, বর্তমানে সুস্থ)
২. যমুনা টিভি (ঢাকার এক রিপোর্টার ও নরসিংদী প্রতিনিধি, বর্তমানে দুজন সুস্থ)
৩. দীপ্ত টিভি (ছয় সংবাদকর্মী, বর্তমানে একজন সুস্থ)
৪. এটিএন নিউজ (এক রিপোর্টার, বর্তমানে সুস্থ)
৫. একাত্তর টিভি (গাজীপুর প্রতিনিধি, বর্তমানে সুস্থ)
৬. বাংলাদেশের খবর (একজন রিপোর্টার, বর্তমানে সুস্থ)
৭. দৈনিক সংগ্রাম (একজন রিপোর্টার, বর্তমানে সুস্থ)
৮. মাছরাঙা টিভি (সাধারণ সেকশন থেকে এক কর্মকর্তা)
৯. শীতলক্ষ্যা পত্রিকা, নারায়ণগঞ্জ (সম্পাদক সপরিবারে আক্রান্ত)
১০. রেডিও টুডে (নারায়ণগঞ্জ প্রতিনিধি)
১১. ভোরের কাগজ (বরগুনার বামনা উপজেলা প্রতিনিধি, বর্তমানে সুস্থ)
১২. চ্যানেল আই (অনুষ্ঠান বিভাগের একজন)
১৩. দৈনিক প্রথম আলো (এক জ্যেষ্ঠ সাংবাদিক, বর্তমানে সুস্থ)
১৪. দৈনিক আলোকিত বাংলাদেশ (গাজীপুরের কাপাসিয়া প্রতিনিধি, বর্তমানে সুস্থ)
১৫. নিউজ পোর্টাল পূর্বপশ্চিম (জামালপুর প্রতিনিধি)
১৬. দৈনিক আজকালের খবর (বরগুনার বামনা প্রতিনিধি)
১৭. নিউজ পোর্টাল বিবার্তা২৪.নেট (একজন সংবাদকর্মী)
১৮. দৈনিক ইনকিলাব (একজন সংবাদকর্মী)
১৯. দৈনিক জনতা (একজন সংবাদকর্মী)
২০. দৈনিক কালের কণ্ঠ (একজন ফটোসাংবাদিক)
২১. এনটিভি (ছয় সংবাদকর্মী, অনুষ্ঠান বিভাগের একজন এবং একজন মেকআপ আর্টিস্ট)
২২. দৈনিক আমার বার্তা (সম্পাদক)
২৩. আরটিভি (বার্তাকক্ষের একজন সংবাদকর্মী)
২৪. বাংলাভিশন (একজন রিপোর্টার)
২৫. এসএ টিভি (গাজীপুর প্রতিনিধি)
২৬. দৈনিক সময়ের আলো (নগর সম্পাদক ও প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন (মৃত) এবং একজন ফটোগ্রাফার)
২৭. দৈনিক লোকসমাজ, যশোর (একজন সাব-এডিটর)
২৮. দৈনিক প্রতিদিনের সংবাদ (একজন রিপোর্টার)
২৯. অনলাইনভিত্তিক নতুন সময় টিভি (একজন নিউজ প্রেজেন্টার)
৩০. রেডিও আমার (সংবাদকর্মী)
৩১. দৈনিক ইত্তেফাক (একজন সংবাদকর্মী)

স্বাস্থ্য অধিদফতরের শনিবারের সর্বশেষ বুলেটিন অনুসারে, দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আট হাজার ৭৯০। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই শনাক্ত হয়েছেন আরও ৫৫২ জন। ভাইরাসটিতে মারা গেছেন ১৭৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই মৃত্যু হয়েছে পাঁচজনের। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১৭৭ জন।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!