• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনায় আক্রান্ত হলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক


নিজস্ব প্রতিবেদক জুলাই ২, ২০২০, ০৮:৩৭ পিএম
করোনায় আক্রান্ত হলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

ফাইল ছবি

ঢাকা: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তিনি গতকাল (১ জুলাই) থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) পানিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আসিফ আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কয়েক দিন আগে জাতীয় সংসদ সদস্যদের করোনা পরীক্ষা করানোর পর পানিসম্পদ প্রতিমন্ত্রীর রিপোর্ট পজিটিভ আসে। এর আগে বাসায় আইসোলেশনে থাকলেও গতকাল তিনি সিএমএইচে ভর্তি হন। তবে তার শারীরিক অবস্থা ভালো। জ্বর-কাশিসহ তেমন কোনো উপসর্গ নেই।’

জাহিদ ফারুক বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য। এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনায় আক্রান্ত হন। ইতিমধ্যে তারা সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!