• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনায় এবার প্রাণ গেল স্পেশাল ব্রাঞ্চের এসআই রাসেল বিশ্বাসের


নিজস্ব প্রতিবেদক মে ২৮, ২০২০, ০৬:১৭ পিএম
করোনায় এবার প্রাণ গেল স্পেশাল ব্রাঞ্চের এসআই রাসেল বিশ্বাসের

ঢাকা : করোনাভাইরাস প্রতিরোধ করতে গিয়ে এবার প্রাণ দিলেন পুলিশের সাব ইন্সপেক্টর রাসেল বিশ্বাস (৩৫)। তিনি ঢাকায় স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন। 

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরের দিকে ঢাকা ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

রাসেল বিশ্বাসের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নয়ের হাড়িয়ারঘোপ গ্রামে। ব্যক্তিগত জীবনে তার দুই বছর বয়সী এক পুত্র ও স্ত্রী রয়েছেন।  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন রাসেল বিশ্বাস।

করোনাযুদ্ধে এ নিয়ে পুলিশের ১৫ সদস্যের মৃত্যু হয়েছে।  এদিকে, বুধবার রাতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে সোহেল মাহমুদ নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২ হাজার ২৯ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪০ হাজার ৩২১ জনে।

এছাড়া বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ জন মারা গেছেন। এ নিয়ে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা ৫৫৯ জনে দাঁড়াল।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!