• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনায় এবার হলিউডের বর্ষীয়ান অভিনেতার মৃত্যু


বিনোদন ডেস্ক মার্চ ২৮, ২০২০, ০৭:৫৩ পিএম
করোনায় এবার হলিউডের বর্ষীয়ান অভিনেতার মৃত্যু

ঢাকা: ইতালিয়ান অভিনেত্রী লুসিয়া বোসের পর প্রয়াত করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল হলিউডের বর্ষীয়ান অভিনেতা মার্ক ব্লুমে।হলিউডে এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল কোনও তারকার। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

ফক্স নিউজের প্রতিবেদন বলছে, কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে মার্ক ব্লুমের মারা যাওয়ার খবরটি নিশ্চিত করেন তার স্ত্রী। নিউইয়র্কের একটি হাসপাতালেই প্রয়াত হন হলিউডের এই অভিনেতা। তার মৃত্যুর খবর ছড়ানোর পরেই শোকের ছায়া নেমে আসে গোটা হলিউডে।

১৯৮৩ সালে হলিউড ছবি 'লাভস্টিক' দিয়ে অভিনয়ে পথচলা শুরু মার্ক ব্লুমের। এরপর 'সেন্ট এলসহোয়্যার', 'ডেসপারেটলি সিকিন সুসান' ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করে নজর কাড়েন। সম্প্রতি নেটফ্লিক্সের সিরিজ ‘ইউ’য়ে অভিনয় করছিলেন তিনি।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!