• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

করোনায় তরুণদের আক্রান্তের সংখ্যা বাড়ছে


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ৫, ২০২০, ১২:৩৮ এএম
করোনায় তরুণদের আক্রান্তের সংখ্যা বাড়ছে

ঢাকা : প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে এখণ তরুণরা বেশি আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত কয়েক দিনে আক্রান্তদের মধ্যে ৩০, ৪০ এবং ৫০ বছর বয়সী মানুষ বেশি বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৩ এপ্রিল) জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরী প্রধান ডা.মারিয়া ভ্যান কেরখোভ এ তথ্য জানান। খবর ইভিনিং স্ট্যান্ডার্ডের

তিনি বলেন, যাদের বয়স কম এবং যাদের স্বাস্থ্যগত কোনো সমস্যা নেই তারা এখন বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন। তরুণরা কেনো বেশি আক্রান্ত হচ্ছে তা নিয়ে আরও গবেষণা হওয়া উচিত।

গত ৬ সপ্তাহে ইতালিতে যেসব করোনা রোগী আইসিইউয়ে ভর্তি হয়েছেন তাদের মধ্যে ১০-১৫ শতাংশ রোগীর বয়স ৫০ বছরের নিচে বলে জানান সংস্থাটির জরুরি কর্মসূচি প্রধান ডা. মাইক রাইয়ান।

তিনি আরও বলেন, দক্ষিণ কোরিয়াতে যেসব করোনা রোগী মারা গেছেন তাদের ছয়জনের মধ্যে একজনের বয়স ৬০ বছরের নিচে।

একই সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক বলেন, করোনা মহামারীর কারণে বর্তমানে সারা বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে।

এদিকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৩১ হাজার ৭১৩ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ৫৯ হাজার ৮৮৪ জন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!