• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনায় নিউইয়র্কে ২৪ ঘন্টায় আরও ৭ বাংলাদেশির মৃত্যু


নিউইয়র্ক প্রতিনিধি এপ্রিল ৪, ২০২০, ০২:৫৬ পিএম
করোনায় নিউইয়র্কে ২৪ ঘন্টায় আরও ৭ বাংলাদেশির মৃত্যু

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত ২৪ ঘন্টায় আরও ৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নারীও রয়েছেন। তিনি প্রয়াত সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর স্ত্রীর বোন কবিতা শ্যাম চৌধুরী (চন্দ্রা)।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে প্রাণ হারিয়েছেন ৬২ জন বাংলাদেশি। আর যুক্তরাষ্ট্রে মোট ৬৫ জন। এদের মধ্যে ১১ জন নারী এবং ৫৪ জন পুরুষ। নারীদের মধ্যে সবচেয়ে কম বয়সী হিসেবে ২৫ বছর বছরের এক নারীর মৃত্যু হয়েছে।

নিউইয়র্কে বসবাসরত ওই নারী অন্তসত্বা ছিলেন । এছাড়া সবচেয়ে বেশি বয়সী নারী হিসেবে ৮৩  বছরের এক নারী মারা গেছেন নিউইয়র্কে। পুরুষদের মধ্যে সবচেয়ে কম বয়সী হিসেবে ৩০ বছর বয়সী একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

এদিকে নিউইয়র্কে বাংলাদেশিদের মধ্যে কতজন করোনায় আক্রান্ত হয়েছেন তার কোনো সঠিক হিসেব নেই।  ধারনা করা হচ্ছে, এই সংখ্যা কযেক’শ বা তারও বেশি। আক্রান্তদের অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কেউ কেউ আবার আইসিইউতে বা ভেন্টিলেশনে রয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন ।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!