• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

করোনায় বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু


সোনালীনিউজ ডেস্ক এপ্রিল ৯, ২০২০, ০১:২৩ পিএম
করোনায় বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

ঢাকা: ক‌রোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবদুল মাবুদ (৫৩) নামের এক ব্রিটিশ বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) লন্ডন সময় সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডা. মাবুদের পারিবারিক বন্ধু সাংবাদিক সৈয়দ মনসুর উদ্দীন শেখন বিষয়‌টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ডা. আব্দুল মাবুদ লন্ডনের রমর্ফোডের কুইন এলিজাবেথ হাসপাতালের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ডা. রানী চৌধুরীও লন্ড‌নের নিউহাম হাসপাতা‌লের চি‌কিৎসক।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনের কুইন এলিজাবেথ হাসপাতালে ২১ দিন ভর্তি ছিলেন ডা. মাবুদ। এরপর চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান।

জানা গেছে, ড. ফয়সাল চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সিলেট ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন। তার দেশের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ থানায়।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!