• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনায় বানর-ময়ূর-কুকুরের দখলে ভারতের রাজপথ!


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ১০, ২০২০, ০৪:৩৬ এএম
করোনায় বানর-ময়ূর-কুকুরের দখলে ভারতের রাজপথ!

ঢাকা : করোনা সংক্রমণ রোধে ভারতজুড়ে চলছে লকডাউন। রাস্তাঘাটে চলছে না যানবাহন। আর সে জন্যই বিভিন্ন প্রাণী রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে স্বচ্ছন্দে। দেশটির রাষ্ট্রপতির ভবনের আশেপাশের রাস্তাগুলো দখল করে নিয়েছে শত শত বানর।

মুম্বাইয়ের রাস্তায় সম্প্রতি ঘুরতে দেখা গিয়েছে ময়ূর। এছাড়াও লকডাউনের সুযোগে সাবওয়েগুলো দখলে নিয়েছে বানরের দল।

উত্তরাখন্ড রাজ্যের দুই ব্যস্ত শহর হরিদ্বার আর দেরাদুনের বেশ কাছেই রাজাজি ন্যাশনাল পার্ক। লকাডাউনে অভয়ারণ্য থেকে হাঁটতে হাঁটতে একপাল বড় শিংওয়ালা হরিণ চলে এসেছিল হরিদ্বার শহরের দেরাদুনে বাচ্চাদের ক্রিকেট খেলার মাঝে।

এছাড়াও চন্ডিগড়েও এক হরিণ দলকে শহরের রাস্তা পেরোতে দেখা গেছে। দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি মন্দিরে যাওয়ার পাহাড়ি রাস্তায় এখন অবাধে বিচরণ করছে স্পটেড ডিয়ার বা চিত্রা হরিণের পাল।

দিল্লির সীমানাঘেঁষা শহর নয়ডার ফাঁকা রাস্তায় ভরদুপুরে দাপিয়ে বেড়াল একটা বিশালদেহী নীলগাই (অ্যান্টিলোপ)। আসাম ও অরুণাচল সীমান্তে পাসিঘাট ফরেস্ট এলাকায় নিশ্চিন্তে ও দুলকি চালে রেললাইন পেরোতে দেখা গেছে দাঁতাল হাতির বিশাল এক পালকেও। বিভিন্ন শহরের রাস্তায় কুকুরদেরও দেখা যাচ্ছে নিয়মিত।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!