• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে


আন্তর্জাতিক ডেস্ক এপ্রিল ২, ২০২০, ০১:০৩ পিএম
করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আরও ৮৮৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬ সপ্তাহ বয়সী এক শিশুও রয়েছে। সবমিলিয়ে দেশটিতে ২ লাখ ১৬ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। যা বিশ্বে সর্বোচ্চ।

বুধবার পর্যন্ত হিসেবে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫ হাজার ১০০ ছাড়িয়ে যায়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার মানুষ। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ ঘরবন্দি হয়ে পড়েছেন।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মূল কেন্দ্র হয়ে উঠেছে নিউইয়র্ক। সেখানে ১ হাজার ৩০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের কাছে থাকা চিকিৎসকদের সুরক্ষা উপকরণ ও চিকিৎসা সরঞ্জামের মজুদ ক্রমেই ফুরিয়ে আসছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের রাজ্য সরকারগুলো এসব উপকরণ পেতে রীতিমতো প্রতিযোগিতা শুরু করেছে।

এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সুরক্ষা উপকরণ ও চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত যোগান দেওয়া হবে বলে জানিয়েছে। তার জন্য ১৬ বিলিয়ন ডলার বরাদ্দা রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেডিসডেন্ট মাইক পেন্স বলেছেন, যুক্তরাষ্ট্রের পরিণতি হতে পারে ইতালির মতো। ইউরোপের দেশ ইতালিতে ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ সংখ্যা বিশ্বে সর্বোচ্চ।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!