• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনায় সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক মে ২৬, ২০২০, ১১:২৭ এএম
করোনায় সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রীর মৃত্যু

ঢাকা: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে রাজধানীর সানবিমস স্কুলের অধ্যক্ষ নিলুফার মঞ্জুর মারা গেছেন।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির জানান, সোমবার রাত ১২টা ৫৫ মিনিটে দিকে নিলুফার মঞ্জুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিলুফার মঞ্জুর দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান এপেক্স গ্রুপের চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী। তিনি সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। তার স্বামী মঞ্জুর এলাহীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন।

১৯৭৪ সালের ১৫ জানুয়ারি সানবিমস স্কুল প্রতিষ্ঠা করেন নিলুফার মঞ্জুর। তার বাবা ডা. মফিজ আলী চৌধুরী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭২ সালের মন্ত্রিসভার সদস্য। তার স্বামী সৈয়দ মঞ্জুর এলাহী ১৯৯৬ ও ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে নিলুফার মঞ্জুরের জানাজা ও দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!