• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনায় ১০ লাখ মানুষ ধূমপান ছেড়েছে


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১৫, ২০২০, ০৯:২২ পিএম
করোনায় ১০ লাখ মানুষ ধূমপান ছেড়েছে

ছবি: ইন্টারনেট

ঢাকা : মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর ব্রিটেনে ১০ লাখের বেশি মানুষ ধূমপান ছেড়ে দিয়েছে বলে দেখা গেছে এক জরিপে। অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ নামের একটি বেসরকারি সংস্থা এই জরিপ চালায়। খবর বিবিসি।

দেশটিতে ধূমপান ছেড়ে দেওয়া ব্যক্তিদের ৪১ শতাংশই বলেছেন, করোনাভাইরাসের কারণেই তারা এই সিদ্ধান্ত নেন। নিজের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, লকডাউনের কারণে তামাক কিনতে না পারা এবং সামাজিক মেলা-মেশার সুযোগের অভাব, এরকম নানা কারণকে এ জন্যে দায়ী করা হচ্ছে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের জরিপেও দেখা গেছে, ২০০৭ সালে তাদের জরিপ শুরুর পর এ বছরের জুন মাস পর্যন্ত পূর্ববর্তী এক বছরে সবচেয়ে বেশি মানুষ ধূমপান ছেড়েছে। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!