• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করোনায় ২৪ ঘণ্টায় ১৮৬ পুলিশ সদস্য আক্রান্ত


নিজস্ব প্রতিবেদক মে ২৬, ২০২০, ০২:৩৫ পিএম
করোনায় ২৪ ঘণ্টায় ১৮৬ পুলিশ সদস্য আক্রান্ত

ঢাকা: চলমান করোনাযুদ্ধে জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে এ পর্যন্ত ৪ হাজারের কাছাকাছি পুলিশ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

সোমবার পুলিশের বিভিন্ন দফতর থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১৮৬ জন পুলিশ সদস্য প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশ পুলিশে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল তিন হাজার ৯১৮ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ১৪ পুলিশ সদস্য।

মোট আক্রান্তের মধ্যে শুধু ঢাকা মহানগর পুলিশেই (ডিএমপি) রয়েছেন এক হাজার ৩৯৪ জন।

আক্রান্তদের মধ্যে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন, পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৮ জন, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৯ জন, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২০ জন, ইন্সপেক্টর পদমর্যাদার ৯৮ জন। বাকিরা সবাই এসআই, এএসআই এবং কনস্টেবল।

আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হলেও উন্নত মানের চিকিৎসায় সুস্থের হার বাড়ছে বলে জানান পুলিশ সদর দফতরের এআইজি সোহেল রানা।

তিনি জানান, এ পর্যন্ত ১ হাজার ৮ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের অনেকে আবার কাজে যোগদান করেছেন।

তিনি আরও জানান, পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রামণ ঝুঁকি কমাতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পর্যাপ্ত সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!