• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১২, ২০২০, ১১:৫৯ এএম
কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ঢাকা : কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে রাজধানীর তেজগাঁও সড়ক অবরোধ করেছে কানিজ গার্মেন্টস লিমিটেডের পোশাক শ্রমিকরা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে তেজগাঁওয়ের নাবিস্কো মোড়ের দুইপাশে তারা অবস্থান নেন। যানচলাচল বন্ধ করে রাস্তায় দাঁড়িয়ে ও বসে পড়েন তারা।

নুর করিম নামে আন্দোলনকারী পোশাক শ্রমিকদের একজন বলেন, সম্প্রতি ৮০ জন কর্মী ছাঁটাই করে কর্তৃপক্ষ। সে বিষয়ে সুরাহা না করেই গেল ৩ দিন ধরে গার্মেন্টসে কোনো শ্রমিককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভেতর থেকে আটকে রেখেছে। তাই আমরা সড়কে নেমেছি।

গণমাধ্যমকে অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার (নাম প্রকাশে অনিচ্ছুক)। তিনি জানান, সকাল সাড়ে ১০টায় প্রধান সড়ক থেকে পোশাক কর্মীদের সরিয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সামনে সরিয়ে দিয়েছে পুলিশ। এখন থেমে থেমে যান চলাচল করছে।

এদিকে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধের ফলে মগবাজার থেকে তেজগাঁও এবং বনানীর কাকলী এলাকা পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়। 

মনিরুজ্জামান নামের উত্তরা থেকে ধানমন্ডিগামী এক বাসযাত্রী জানান, রাস্তায় অবরোধের কারণে পৌনে এক ঘণ্টা ধরে একই জায়গায় বসে আছি।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!