• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কলকাতায় বাংলাদেশিদের জন্য ৬ টাকার ভুনা!


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২১, ২০১৯, ১০:০৬ পিএম
কলকাতায় বাংলাদেশিদের জন্য ৬ টাকার ভুনা!

ঢাকা: কলকাতার ইডেন গার্ডেন্সে শুক্রবার (২২ নভেম্বর) দুপুর থেকে গড়াবে গোলাপি টেস্ট। বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচের কারণে ইডেন নানা রেস্তোরাঁয় এখন পাওয়া যাচ্ছে নানা পদের নাস্তা। কলকাতার রফি আমেদ কিদওয়াই স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, মারকুইজ স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিটেই মূলত বাংলাদেশি অতিথিদের আনাগোনা বেশি। ঘুরতে আসা বাংলাদেশিদের পাশাপাশি কলকাতার এই হোটেলগুলোয় টেস্ট ম্যাচ ঘিরে ভিড় জমাচ্ছেন ক্রিকেটপ্রেমী বাংলাদেশিরাও।

ইডেন টেস্ট ঘিরে কলকাতায় ব্রেকফার্স্ট মেনু আইটেম ‘ভুনা’ বিক্রি হচ্ছে মাত্র ছয় টাকায়। থাকছে লুচি-সবজি, পরোটা-ছোলার ডাল। এসব বিক্রি হচ্ছে আরও কম দাম। রেস্তোরাঁগুলিতে ‘ভুনা’র সঙ্গে আলাদা আইটেম হিসেবে দেয়া হচ্ছে ডিমভাজাও।

কলকাতায় ক্রিকেটপ্রেমী বাংলাদেশি তরুণ তরুণীদের আবদার-আহ্লাদ মেটাতে টেস্টের ক’দিন বিক্রি হবে এ স্পেশাল ‘ভুনা’। ডিম ভাজার পাশাপাশি থাকবে রুই মাছ ভাজা, ইলিশ মাছ ভাজাও। প্রথমবার দিবারাত্রির টেস্টে  ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে টেস্টের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!