• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কল্পনার মাঝে তোমার ভেজা হাতটি ধরে!


মো. গোলাম মোস্তফা (দুঃখু) সেপ্টেম্বর ২৫, ২০১৮, ০৩:৩২ পিএম
কল্পনার মাঝে তোমার ভেজা হাতটি ধরে!

অনেকদিন তো হলো
অভিমান করে বসে আছো!

আর কতো দিন এমন ভাবে
পর্দার আড়ালে রয়ে যাবে।

আমার ব্যথার সাগরে
আর ব্যথা নিতে পারছি না।

তুমি যদি ফিরে না আসো
না বলার দেশে চলে যাবো!

হাজার বার ডাকলেও
আর ফিরে পাবে না ।

তোমার জন্য রেখেছি
আমার নিরন্তন ভাবনাগুলো।

যেখানে তোমার ছায়ার
গল্পগুলো রয়ে গেছে।

কোথায় তুমি? বলবে আমায়!
জানার ইচ্ছে করে।

তোমার সোনালি চাদরটি কেমন আছে!
যাকে ছাড়া তুমি কখনো
বিশালতার মাঝে আসতে না।

তোমার কি ইচ্ছে হয় না?
ফিরে এসে আমার চোখের
পানিগুলো মুছে দিতে।

আমার বড় ইচ্ছে করে
আগের মতো করে।
তোমাকে গোসল করিয়ে দেই!

তোমার ভেজা হাতটি ধরে
বলতাম আমাকে কেন ছেড়ে যেতে চাও।

একবার আমাকে ভালো করে দেখ
তোমার অপেক্ষায় থেকে!
ভাবনার বাগানে হাজারো মালা গাঁথি।

চিৎকার করে বলতে ইচ্ছে করে।
তুমি আমার হৃদয় সীমান্ত
তোমার ভূবনের  মালিক আমি।

ফিরে এসো না একবার
তোমার ভূবন চাই না।

চোখের সামনে তোমার সুখ দেখে
শেষ বেলায় কাটিয়ে  দিতে চাই।
কল্পনার মাঝে তোমার ভেজা হাতটি ধরে!

লেখক: বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম।

Wordbridge School
Link copied!