• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাঁচা চামড়া বিক্রি স্থগিতের ঘোষণা ব্যবসায়ীদের


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৭, ২০১৯, ০৭:২২ পিএম
কাঁচা চামড়া বিক্রি স্থগিতের ঘোষণা ব্যবসায়ীদের

ঢাকা : বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে রোববার বিকাল ৩টায় বৈঠকের আগ পর্যন্ত কাঁচা চামড়া বিক্রি স্থগিতের ঘোষণা দিয়েছে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন (বিএইচএসএমএ)।

শনিবার (১৭ আগস্ট) সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেন তাদের লালাবাগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ।

তিনি বলেন, ‘দেশে অতীতে কখনো এ পরিস্থিতির (চামড়ার মূলে ধস) সৃষ্টি হয়নি। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’

কাঁচা চামড়া রপ্তানির ব্যাপারে সরকারের সিদ্ধান্ত প্রসঙ্গে দেলোয়ার জানান, তারা মন্ত্রণালয় থেকে এখনো কোনো নির্দেশনা পাননি। ‘আমরা সরকারের সব সিদ্ধান্ত মেনে চলব।’

তবে লাইসেন্স না থাকায় তারা কাঁচা চামড়া রপ্তানির ব্যাপারে প্রস্তুত নয় বলে জানান বিএইচএসএমএ সভাপতি।

ট্যানারি মালিকদের বকেয়া পরিশোধ না করার জন্য বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘নগদ টাকার অভাবে আমরা কাঁচা চামড়ায় লবণ দিতে পারিনি। ফলে এ বছর অনেক চামড়া পচে গেছে। যদি ট্যানিরা মালিকরা বকেয়া পরিশোধ করেন, তাহলে পরিস্থিতির উন্নতি ঘটবে।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!