• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাটিংকে মধ্যমা দেখিয়ে শাস্তির মুখে সোহেল তানভীর


ক্রীড়া ডেস্ক আগস্ট ১০, ২০১৮, ০৭:১৩ পিএম
কাটিংকে মধ্যমা দেখিয়ে শাস্তির মুখে সোহেল তানভীর

ঢাকা : ঘটনাটি ঘটেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। বেন কাটিংকে আউট করেও যেন খুশি হননি। আরো বেশি কিছু চাই পাকিস্তানি পেসার সোহেল তানভিরের। ড্রেসিংরুমের দিকে হাঁটা দেওয়া কাটিংকে বিদায়ী বার্তা হিসেবে দেখিয়ে দিলেন দুই হাতের দুই মধ্যমা।

সিপিএলে তানভীর খেলছেন অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। বৃহস্পতিবার সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ম্যাচের ১৭তম ওভারের ঘটনা। তৃতীয় বলেই তানভীরকে ছক্কা মেরেছিলেন কাটিং। অসি ব্যাটসম্যানকে জবাব দিতে খুব বেশিক্ষণ অপেক্ষা করেননি পাকিস্তানি পেসার। পরের বলটাই দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড করেছেন কাটিংকে। আর তাতেই আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেন না তানভীর। মধ্যমা দেখালেন কাটিংকে।

তানভীরের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছড়িয়ে পড়ার পর থেকেই ঝড় উঠেছে। সিপিএল আইসিসির অনুমোদিত টুর্নামেন্ট। ফলে আইসিসির আচরণবিধি মানতে হয় এখানেও। ম্যাচ অফিশিয়ালদের কাছে অনেকে তানভীরকে কঠোর শাস্তি দেওয়ার কথা বলেছেন। এখন জোরে চিৎকার বা ব্যাটসম্যানের কাছে দাঁড়িয়ে হুমকির ভান করলেই বোলারদের শাস্তি পেতে হয়। সেদিক থেকে বলা যায়, তানভীর বড় শাস্তিই পেতে চলেছেন।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!