• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাঠমান্ডু ছাড়তে পারছেন ৭ আহত বিমান যাত্রী


নিউজ ডেস্ক মার্চ ১৫, ২০১৮, ০৭:২৩ পিএম
কাঠমান্ডু ছাড়তে পারছেন ৭ আহত বিমান যাত্রী

ঢাকা: বিমান দুর্ঘটনার পরে নেপালের হাসপাতাল কর্তৃপক্ষ আহত ১০ জন বাংলাদেশির মধ্যে সাতজনকে হাসপাতাল ছাড়ার অনুমতি দিয়েছে। কাঠমান্ডুতে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, নেপালের ‘ওম’ হাসপাতালে চিকিৎসাধীন রিজওয়ানুল হককে উন্নত চিকিৎসার জন্য তার বাবা মোজাম্মেল হক ১৪ মার্চ সিঙ্গাপুরে নিয়ে গেছেন।

আরেক জন যাত্রী, কাঠমান্ডু মেডিকেল কলেজ (কেএমসি)-তে ভর্তি শাহরিন আহমেদকে নিয়ে তার ভাই লেফটেন্যান্ট কর্নেল সরফরাজ আহমেদ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় ফিরেছেন। তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রাখা হয়েছে।

বাকি পাঁচজন যারা হাসপাতালের ছাড়পত্র পেয়েছেন তারা হলেন: নরভিক হাসপাতালে ভর্তি ইয়াকুব আলী এবং কেএমসি-তে চিকিৎসাধীন মেহেদি হাসান, এমরানা কবির হাসি, সৈয়দা কামরুন নাহার স্বর্ণা ও আলমুন নাহার অ্যানি।

কাঠমান্ডুতে বাংলাদেশ হাই কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ইয়াকুব আলী ও এমরানা কবির হাসিকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হবে। অপরদিকে আহত আরও তিনজন যাত্রীকে এখনও হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেয়া হয়নি।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!